Saturday, April 27, 2024
Homeজামালপুরজামালপুরে স্বাধীনতা দিবসের কোচকাওয়াজ ও প্রদর্শনীতে শেখ রাসেলের শ্রেষ্টত্ব

জামালপুরে স্বাধীনতা দিবসের কোচকাওয়াজ ও প্রদর্শনীতে শেখ রাসেলের শ্রেষ্টত্ব

নিজস্ব সংবাদদাতা : ভাগ্যবিড়ম্বিত শিশুদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র অতিতের ধারাবাহিকতায় এবারো মহান স্বাধীনতা জাতীয় দিবসে কোচকাওয়াজ ও ডিসপ্লে বা প্রদর্শনীতে অংশ নিয়ে শ্রেষ্টত্ব অর্জনের কৃর্তিত্ব দেখিয়েছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে , জামালপুর জেলা প্রশাসন আয়োজিত অনষ্ঠানে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুরা জামালপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ঘ গ্রুপ হতে ডিসপ্লে বিভাগে অংশ নিয়ে দুর্দান্ত ও দৃষ্টিনন্দন কসরত দেখিয়ে প্রথম স্থান অর্জন করে।পথ শিশু,সুবিধাবঞ্চিত, আইনের সংস্পর্শে আসা শিশু,প্রতিবন্ধীসহ মোট ৯৫ জন শিশু দারুণভাবে বাংলাদেশের ভাষা আন্দোলন হতে শুরু করে বঙ্গবন্ধুর স্বাধীনতা অর্জনে অবদান,মুক্তিযুদ্ধ, বিজয় এবং স্বাধীনতার পরবর্তী সময়কাল, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কার্যক্রম ও বঙ্গকণ্যার অবদান এবং সবশেষে গ্রামবাংলার চিত্র সুন্দর ও ধারাবাহিক ভাবে ফুটিয়ে তোলে দর্শকদের বিমুগ্ধ করেছে। অনুষ্ঠান শেষে বিচারকদের সুনিপুন বিচারে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র প্রথম স্থান লাভ করে। জেলা প্রশাসক মো. শফিউর রহমান ও পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম এর হাত থেকে পুরস্কার গ্রহণ করে শিশুরা। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শিশুদের অনবদ্য প্রদর্শন দেখে মাঠের হাজারো দর্শকের করতালী ও প্রশংসা আসে।এই ডিসপ্লের কোরিওগ্রাফি করেছেন অত্র প্রতিষ্ঠানের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আউলিয়া পারভীন। এতে দিকনির্দেশনায় ছিলেন উপ-প্রকল্প পরিচালক জান্নাতুল ফেরদৌসি।

Most Popular

Recent Comments