Sunday, May 5, 2024
Homeজামালপুরজামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকতসহ ১১ জন গ্রেফতার

জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকতসহ ১১ জন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী সহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। গত রবিবার সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার আব্দুস সালাম বাদি হয়ে জামালপুর জিআরপি থানায় হরতাল সমর্থকদের (অজ্ঞাত) বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা ট্রেন শনিবার দিনগত রাত ১টা ১০ মিনিটে সরিষাবাড়ী স্টেশনে থামে। এরপর ট্রেনটি তারাকান্দির উদ্দেশ্যে ছাড়ার সাথেসাথেই দূর্বিত্তরা ট্রেনে আগুন ধরিয়ে দেয়। স্টেশন থেকে মুক্তিযোদ্ধা সংসদ মোড় পর্যন্ত গেলে ক, খ ও গ বগিতে দাউদাউ করে আগুন জ্বলে উঠে। এসময় অন্য বগির আতঙ্কিত যাত্রীরা শিকল টেনে ট্রেন থামায়। এই ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে চারজন যাত্রী আহত হয়। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলজার হোসেন মুঠোফোনে বলেন, হরতাল সমর্থনকারীরা নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। মামলার সূত্র ধরে এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

Most Popular

Recent Comments