Thursday, May 2, 2024
Homeজামালপুরজিল বাংলা চিনিকলে আখ মাড়াই বন্ধ

জিল বাংলা চিনিকলে আখ মাড়াই বন্ধ

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকল লিমিটেডে ২০২৩/২৪ আখ মাড়াই বন্ধ ঘোষনা করা হয়েছে। ৫ জানুয়ারী ২০২৪ সোমবার রাত ৩ টায় মিলের মাড়াই বন্ধ ঘোষনা করেন জিল বাংলা চিনিকল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসান (এফসিএমএ)। এক নাগারে ৬০ দিন মিলে আখ মাড়াইয়ের লক্ষমাত্রা থাকলেও ৮ দিন আগে ৫২ দিনের মাথায় আখের অভাবে মিলের মাড়াই বন্ধ ঘোষনা করা হলো। ১৯৫৮ সালে পাক নিউজিল্যান্ডের আর্থিক ও কারিগরী সহায়তায় প্রতিষ্ঠিত মিলে গত ১৫ ডিসেম্বর ২০২৩ মাড়াই উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রবীন আখ চাষি মোঃ দলিলুর রহমান। এবার ৪৪ হাজার ৯৮৭.৮৭ মেট্রিকটন আখ মাড়াই হয়েছে মিলে, যার লক্ষ মাত্রা ছিল ৫২ হাজার মেট্রিকটন। গতবার মিল লোকসান দিয়েছে ৫৩ কোটি টাকা। আখ সংকটে বন্ধ হয়ে যাওয়া মিলে এবারও বিশাল অংকের লোকসানের আশংকা করা হচ্ছে। জিল বাংলা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ রায়হানুল হক রায়হান নয়াদিগন্তকে জানান, এবার মিল জোনে ব্যাপক আখের আবাদ হচ্ছে। আগামী মৌসুমে আখের সংকট আর হবে না। আখ এবং চিনি উৎপাদনের লক্ষ মাত্রাও অর্জিত হবে বলেও আশা করি।

Most Popular

Recent Comments