Thursday, May 2, 2024
Homeশেরপুরঝিনাইগাতীতে সৌন্দর্য করার লক্ষে স্ট্রিট সোলার লাইট প্রকল্প উদ্বোধন

ঝিনাইগাতীতে সৌন্দর্য করার লক্ষে স্ট্রিট সোলার লাইট প্রকল্প উদ্বোধন

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত সোমবার বিকালে উপজেলার বিভিন্ন হাট বাজারে সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে স্ট্রিট সোলার প্রকল্প উদ্বোধন করা হয়েছে। ২৩/২৪ অর্থ বছরে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা পরিষদের বাস্তবায়নে ২২ লাখ ৩৪ হাজার ৬শ ৩৬ টাকা ব্যায়ে উপজেলার বিভিন্ন হাট বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে স্ট্রিট সোলার লাইট স্থাপন করা হয়েছে। স্ট্রিট লাইট স্থাপন প্রকল্প শুভ উদ্বোধন করেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্বল হোসেন চৌধূরী, সার্বিক তত্বাবধান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া,কারিগরি তত্বাবধানে উপজেলা প্রকৌশলী শুভ বসাক, ও শাহিনা আকতার (ই্উজিডিপি) সহ উদ্বোধনের সময় ইউপি চেয়াম্যান রুকনুজ্জামান, জাহাঙ্গির আলম উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূইঁয়া বলেন উপজেলার হাটবাজারে ও গুরুত্বপূর্ণ জায়গায় স্ট্রিট লাইট স্থাপন করার ফলে সৌন্দর্য বৃদ্ধি হবে পাশাপাশি রাতের বেলায় লাইট থাকার ফলে অপরাধ হ্রাস পাবে। স্থাপনকৃত লাইট গুলো যেন নষ্ট বা চুরি না হয় দেখাশোনার জন্যে ইউপি চেয়ারম্যানদের নির্দেশ প্রদান করেন।

Most Popular

Recent Comments