Monday, May 6, 2024
Homeশেরপুরঝিনাইগাতী অবৈধ বালু মহলে অভিযান পরিচালনা করে ৫০ হাজার জরিমানা

ঝিনাইগাতী অবৈধ বালু মহলে অভিযান পরিচালনা করে ৫০ হাজার জরিমানা

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল বুধবার বিকালে অবৈধ বালু মহলে অভিযান পরিচালনা ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার গারো পাহড়ের সিমান্ত এলাকায় তাওয়কুচা গ্রামে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার নেতৃত্বে বিজিবি, বনবিভাগ এবং আনসার বাহিনীর সমন্বয়ে উপজেলা টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান পরিচালনার সময় মোজাম্মেল হকের ছেলে আশরাফ আলী (২৭) গ্রাম: বালুজুরি, উপজেলা: শ্রীবরদি অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহণকালে হাতে নাথে আটক হয়। পরে তার হেফাজতে থাকা এবং তাওয়াকুচা এলাকায় অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করেন মোবাইল কোর্ট। অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্তকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে জরিমানা আদায় করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর। পরে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন অবৈধভাবে বালু উত্তোলন করা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে করে নদীর তীরে ভাঙ্গনের সৃষ্টি হবে এবং তীরবর্তী বাসিন্দাদের বাড়িঘর ভেঙ্গে যেতে পারে।তিনি আরো জানান জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে অব্যাহত থাকবে বলে সকলকে সর্তক করেন।

Most Popular

Recent Comments