Thursday, June 13, 2024
Homeজামালপুরদেওয়ানগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

দেওয়ানগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

খাদেমুল ইসলাম : দূর্যোগ পূর্ব পূর্ণ প্রস্তুতি গ্রহণের আশাবাদ ব্যাক্ত করে জামালপুরের দেওয়ানগঞ্জে রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় দূর্যোগ প্রস্তুতিতে লড়বো র্স্মাট সোনার বাংলা গড়বো। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মাজহারুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ মামুনুর রশিদ মামুন, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাবু মদন মহন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, এনজিও গণ চেতনার প্রজেক্ট কো-অডিনেটর ফাতেমা নার্গিস, ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার কামরুজ্জামান, এনজিও বেইস এর ম্যানেজার মোঃ তাহের আহম্মেদ, উন্নয়ন সংঘের মনোয়ারা পারভীন ময়না, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার কমিউনিটি ভলান্টিয়ার নিলুফা আক্তার সহ অন্যান্য। রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক বর্ণাঢ্য র‌্যালী প্রদর্শিত হয়।

Most Popular

Recent Comments