Tuesday, May 7, 2024
Homeজামালপুরদেওয়ানগঞ্জে বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) ৩কৃতি খেলোয়াড়ের বিজয় লাভ

দেওয়ানগঞ্জে বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) ৩কৃতি খেলোয়াড়ের বিজয় লাভ

খাদেমুল ইসলাম : স্পেশাল অলিম্পিক বাংলাদেশ এর আয়োজনে জেলা পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। জামালপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) ৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এদের মধ্যে প্রতিবন্ধী শিক্ষার্থী মাসুদ রানা, রায়হান হক ও সুমিতা আক্তার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে। স্পেশাল অলিম্পিক বাংলাদেশ এর আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা দলের দৌড় ও ফুটবল প্রতিযোগিতায় দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) মাসুদ রানা ১ম স্থান, রায়হান ২য় স্থান ও সুমিতা আক্তার ৩য় স্থান লাভ করে। তাদের হাতে পুরস্কার তুলে দেন স্পেশাল অলিম্পিক বাংলাদেশ এর ডিরেক্টর মোঃ ফারুকুজ্জামান। ৩ কৃতি খেলোয়াড়ের বিজয় লাভে অভিনন্দন জানিয়েছেন, স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম ও প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম। তারা আশা প্রকাশ করেন ঐ ৩ খেলোয়াড় যেন পরবর্তীতে বিভাগে, জাতীয় পর্যায়ে এবং কি আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়ায় অংশ নিয়ে জয়ী হয়ে দেশের মান বৃদ্ধি করতে পারেন। উল্লেখ্য দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল ইসলাম রবিন সম্প্রতি জার্মানির বার্লিনে ১৭০ দেশের সমন্বয়ে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দৌড় ও লং জাম্পে দুটিতে চ্যাম্পিয়ান হয়ে ২টি স্বর্ণ পদক লাভ করে দেশের মান বৃদ্ধি করে বাংলাদেশে ফিরে এসেছেন। পরে জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং স্কুলের পক্ষ থেকে তাকে জাকজমক পূর্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

Most Popular

Recent Comments