Wednesday, May 8, 2024
Homeজামালপুরদেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবসে বণার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভা

দেওয়ানগঞ্জ পাক হানাদার মুক্ত দিবসে বণার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভা

খাদেমুল ইসলাম : ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ কালে ৬ ডিসেম্বর জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা পাক হানাদার মুক্ত হয়। এই দিনটিকে স্মরণীয় বরনীয় করে রাখতে প্রতি বছর ৬ ডিসেম্বর দেওয়ানগঞ্জে পালিত হয় শত্রু মুক্ত দিবস। দিনটিতে হয় আলোচনা সভা, র‌্যালী সহ অন্যান্য কর্মসূচি। এরই ধারাবাহিতকতায় বুধবার দেওয়ানগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এক বণার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসের সূচনায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফ আলী, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ^াস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বৃন্দের নেতৃত্বে এক বণার্ঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংসদ মিলায়তনে সাবেক ডেপুটি কমান্ডার তারিকুজ্জামান তারিকের সঞ্চালনায় এক মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফ আলী, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ^াস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম সহ অন্যান্য। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবীব, জন স্বাস্থ্য সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান তমাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা আক্তার সহ অন্যান্য। মুক্ত আলোচনায় বীর মুক্তিযোদ্ধাগণ যুদ্ধকালীন তাদের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। সভায় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Most Popular

Recent Comments