Thursday, May 2, 2024
Homeজামালপুরধর্ম নিরেপেক্ষতা ছিল আমাদের স্বাধীনতার মূলমন্ত্রের অন্যতম ভিত্তি-ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী

ধর্ম নিরেপেক্ষতা ছিল আমাদের স্বাধীনতার মূলমন্ত্রের অন্যতম ভিত্তি-ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী

স্টাফ রিপোর্টার : সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচে‘ বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জামালপুর পৌরসভা ও সদর উপজেলার সকল পূজা মন্ডপে আর্থিক অনুদান বিতরণ করেছেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান কমিটির অন্যতম উপদেষ্টা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় দয়াময়ী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে আর্থিক অনুদান বিতরণকালে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বলেন, ধর্ম নিরেপেক্ষতা ছিল আমাদের স্বাধীনতার মূলমন্ত্রের অন্যতম ভিত্তি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু ধর্ম নিরপেক্ষতাকে প্রাধান্য দিয়েছেন। আমরা সবাই মিলে এক সাথে থাকতে চাই, সবাই যেন নির্ভয়ে এবং স্বাধীন ভাবে যার যার ধর্ম পালন করতে পারে তার জন্য আমরা একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাই। তিনি বলেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে যে অনুদান দিয়েছি এটা তেমন কিছু নয়, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ধর্ম নিরপেক্ষ নীতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাষ্ট্র পরিচালনা করছেন, তাঁর সাথে একাত্বতা প্রকাশ করে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে আজ এখানে এসেছি। শারদিয় দুর্গাপূজার প্রত্যেকটি অনুষ্ঠান যেন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় তার জন্য আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরণের সাহায্য-সহায়তা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র অতীতেও হয়েছে এখনো হচ্ছে। কিন্তু সরকারের দৃঢ় অবস্থানের কারণে কোন অপশক্তি তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে পারেনি। ভবিষ্যতেও পারবেনা, এজন্য সকলকে সজাগ থাকতে হবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, যারা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত, যারা বহির্বিশ্বে দেশের বিরুদ্ধে আজগুবি নালিশ করে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিতে উসকানি দেয়, শান্তি-সম্প্রীতি বিনষ্ট করে দেশকে কলুষিত করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ দেশের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রমূলক কুটচালের সাহস করতে না পারে। কারণ, এদেশের মানুষ জানে এক মাত্র জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ নিরাপদে থাকে, শান্তিতে সব উৎসব পালন করতে পারে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এম, খলিলুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জামালপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ লক্ষ্মীকান্ত পন্ডিত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, জামালপুর পৌর শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, দয়াময়ী মন্দিরের সাধারণ সম্পাদক রঞ্জন সিংহ, দয়াময়ী মন্দিরের দপ্তর সম্পাদক প্রকাশ চন্দ্র সাহা প্রমুখ।

Most Popular

Recent Comments