Monday, May 6, 2024
Homeজামালপুরমাদারগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্র“প নির্ণয়

মাদারগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্র“প নির্ণয়

মাদারগঞ্জ সংবাদদাতা : মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পেইন করে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্র“প নির্ণয় কর্মসূচী করে ব্লাড ডোনেশন এসোসিয়েশন বাংলাদেশ নামক একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। গত সোমবার স্থানীয় মোসলেমাবাদ নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় ও ২৬নং ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪৫৭ জন শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ও একইসাথে শরীরের ওজন পরিমাপ করা হয়। সংস্থাটির প্রতিপাদ্য বিষয়- রক্তদানের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে সকলকে উদ্বুদ্ধ করা। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জি.এম শফিকুল হাসান সিরাজ, সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান, সদস্য কাব্য আহম্মেদ ও সদস্য রোমান সরকার প্রমূখ। এটি ব্লাড ডোনেশন এসোসিয়েশন বাংলাদেশ এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটির এমন কর্মসূচি বিভিন্ন জায়গায় অব্যাহত রয়েছে।

Most Popular

Recent Comments