Monday, May 6, 2024
Homeজামালপুরদীর্ঘদিন ধরে বিনা বেতনে শিক্ষকতা করা শেখ কামাল প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা...

দীর্ঘদিন ধরে বিনা বেতনে শিক্ষকতা করা শেখ কামাল প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দুঃখ কষ্টের কথা জানালেন সচিবের কাছে

খাদেমুল ইসলাম : জামালপুরের ইসলামপুর উপজেলার লক্ষীপুর এলাকার শেখ কামাল প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিনা বেতনে অমানবিক দুঃখ কষ্টের মধ্য দিয়ে স্কুলটি পরিচালনা করে আসছেন। দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের (প্রতিবন্ধী) প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের উপস্থিতিতে স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাফর আলী, প্রধান শিক্ষক ফুলে রানী, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ আল মামুন সহ অন্যান্য শিক্ষক কর্মচারিদের সাথে আলাপকালে জানা গেছে, পাক আমল থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীনতার ৫২ বছর ধরে অত্রাঞ্চলের প্রতিবন্ধী নারী-পুরুষের জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান বা কোন পুনর্বাসন কেন্দ্র স্থাপিত হয়নি। অমানবিক দুঃখ কষ্টে দিনাতিপাত করে আসছিল প্রতিবন্ধী জনগোষ্ঠী। এ দিকে লক্ষ করে ২০০৯ সালে ৩৩ শতক জমির উপর প্রতিষ্ঠিত হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জৌষ্ঠ্য পুত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের নাম করনে শেখ কামাল প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়টি। মনোরম পরিবেশে স্থাপিত স্কুলের পড়াশোনা খুব ভালো। খেলাধুলা স্বাস্থ্য পরিক্ষা সহ প্রতিবন্ধী শিক্ষাথীদের নানাবিধ সুযোগ সুবিধার বিষয়টি স্থানীয় নানা মহলে প্রশংসিত হচ্ছে। ৫ নভেম্বর স্কুলটি পরিদর্শনে আসেন সমাজ কল্যান মন্ত্রণালয়ের সহকারি সচিব মোঃ মোজাম্মেল হক ও জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মোঃ রাজু আহম্মেদ। তাদের কাছে দুঃখের কথা তুলে ধরেন শিক্ষক কর্মচারিরা।

Most Popular

Recent Comments