Thursday, May 2, 2024
Homeজামালপুরযতিক্রমী উদ্যোগে শিক্ষার আলো ছড়াচ্ছে আবুল হোসেন বিদ্যানিকেতন

যতিক্রমী উদ্যোগে শিক্ষার আলো ছড়াচ্ছে আবুল হোসেন বিদ্যানিকেতন

মোহাম্মদ আলী : পরম যতœ ও ভালোবাসায় গ্রামের শিশুদের আধুনিক শিক্ষায় এগিয়ে নিয়ে যাচ্ছে আবুল হোসেন বিদ্যানিকেতন। মাত্র ১ বছরের মাথায় প্রতিষ্ঠানটি অজর্ন করতে সক্ষম হয়েছে অভিভাবকদের আস্থা ও বিশ্বাস। এভাবেই তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তাদের স্বপ্ন জয়ের পথে।
শনিবার, অভিভাবক সমাবেশে উপরের কথাগুলোর জানান দিলেন, মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের রুকনাই গ্রামের অবস্থিত আবুল হোসেন বিদ্যানিকেতন কর্তৃপক্ষ। এদিন সমাবেশে অংশগ্রহণ করতে আসা স্থানীয় অভিভাবকরা জানান, আবুল হোসেন বিদ্যানিকেতন আর দুই চারটি কিন্ডারগার্টেন স্কুলের চাইতে আলাদা। এস্কুলের ছাত্র ছাত্রীদের কোনো প্রাইভেট বা কোচিং করতে হয় না। ক্লাসের পড়া ক্লাসেই শিখিয়ে দেওয়া হয়। প্রতিরাতে শিক্ষকরা তাদের ছাত্র ছাত্রীদের পড়াশোনার খোঁজ নিতে যান বাড়িতে বাড়িতে। এক পরিবারের ২জন শিক্ষার্থী থাকলে একজন ফ্রী। এছাড়া নিতান্ত গরীব শিক্ষার্থীদের জন্য পড়ানো হয় বিনামূল্যে। যা অন্যকোনো শিক্ষা প্রতিষ্ঠানে নেই। প্রতিষ্ঠানের শিক্ষকরা শিশুদের শিক্ষা দেন পরম যতেœ ও ভালোবাসায়। ছাত্র ছাত্রীরাও পড়ে চিত্তে ও আনন্দে। এব্যাপারে আবুল হোসেন বিদ্যানিকেতন এর প্রতিষ্ঠিাতা ও পরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা শিক্ষা নিয়ে বাণিজ্য করতে আসিনি। সেবার মানসিকতা নিয়ে এসেছি। এলাকাবাসীর সহযোগিতা পেলে আবুল হোসেন বিদ্যানিকেতনকে নিম্নমাধ্যমিক স্কুলে রূপ দেওয়ার স্বপ্ন রয়েছে আমাদের।

Most Popular

Recent Comments