Thursday, May 9, 2024
Homeজামালপুরমাদারগঞ্জে একজন ভিজিটর দিয়ে চলছে ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের...

মাদারগঞ্জে একজন ভিজিটর দিয়ে চলছে ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা সেবা

মাদারগঞ্জ সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জে একজন ভিজিটর দিয়ে চলছে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসা সেবা। এতে করে প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে শত শত মা ও শিশু। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সুত্রে জানা গেছে,মাদারগঞ্জ শহরের গাবেরগ্রামে অবস্থিত ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি ৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। ২০১৬ সালে উদ্বোধন করা গেলেও ৮ বছর পেরিয়ে গেলেও এখনো চালু করা হয়নি। কবে নাগাদ চালু হবে সেটিও নিশ্চিত করে বলতে পারছে না কেউ। নিয়ম অনুযায়ী ১ জন মেডিকেল অফিসার,১জন ফার্মাসিষ্ট,১জন ল্যাব টেকনোশিয়ান,২জন ভিজিটর,১জন আয়া,একজন দাঈ নার্স,১জন পিয়ন কাম চৌকিদার,১জন নার্সিং এটেন্ডেট ও ১জন করে পরিছন্নতা কর্মীর পদ থাকলেও শুধুমাত্র একজন পরিছন্নতা কর্মী নিয়োজিত রয়েছে। সপ্তাহে ৩ দিন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভিজিটর রবিবার আক্তার ওই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বসেন। গত বৃহস্পতিবার ১২ নভেম্বর দুপুরে সরজমিন পরিদর্শন গিয়ে দেখা যায়,সেবা নিতে আসা মা ও শিশুরা কোন চিকিৎসক না পেয়ে ফেরত যাচ্ছেন। একজন পরিছন্নতা কর্মী ও নৈশপরহরী ছাড়া কাউকে দেখা যায়নি। ৩ তলা ভবনটিতে দেখা যায় সুনশান নিরবতা।এদিকে ভবনের বিভিন্ন জায়গায় ধরেছে ফাটল,পলেস্তরা ধসে যাচ্ছে। জানালার গ্রীলে ধরেছে মরিচা। ৪ কোটি ৫০ লক্ষ টাকার ভবনটি চালু হওয়ায় আগেই নষ্ট হয়ে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা ডাঃ সুস্মিতা দত্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,জনবলের অভাবে চালু করা যাচ্ছেনা ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Most Popular

Recent Comments