Monday, May 6, 2024
Homeশেরপুরশেরপুরের ঝিনাইগাতীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ সোমবার উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিনা মূল্যে কৃষক/কৃষাণীদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে কৃষি অফিসের হল রুমে কৃষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূইঁয়ার সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার ভূমি আশরাফুল কবীর, কৃষি অফিসার হুমায়ুন দিলদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফায়েজুর রাজ্জাক প্রমুখ। পরে ৪০০ জন কৃষক কৃষাণীদের মাঝে ১০ কেজি ডি,এফপি,১০কেজি এমওপি ও ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। কর্মসূচির সভাপতি ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভূইঁয়া কৃষকদের উদ্দেশ্যে বলেন বাড়ির আঙ্গিনায় কোন জায়গা খালি না রেখে সবজির চাষ করে দেশ জাতী ও নিজের প্রয়োজনে কাজে লাগাবেন। সরকারের দেয়া সহায়তায় বিনামূল্যে সার ও বীজ কাজে লাগাবেন কেহ বাজারে বিক্রি করবেন না যা আইনগত দন্ডনিয় বলে জানান।

Most Popular

Recent Comments