Friday, May 10, 2024
Homeখেলাধুলাভারতীয় সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ওয়ার্নার

ভারতীয় সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ওয়ার্নার

বিশ্বকাপকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হওয়া ভারতজুড়ে এখন বিষাদের ছায়া। শিরোপার খুব কাছে গিয়েও সোনালি ট্রফিটা ছোঁয়া হয়নি রোহিত-কোহলিদের। টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে স্বাগতিকরা। সেই হার অনেকদিন পোড়াবে ক্রিকেটার থেকে শুরু করে দেশটির সমর্থকদেরও। এর মধ্যেই ভারতীয় সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বিশ্বকাপজয়ী ডেভিড ওয়ার্নার।

আসরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স। রাউন্ড রবিন লিগের নয় ম্যাচের সবকটিতেই দাপুটে জয়ের পর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাসগড়া জয়। ঘরের মাঠে রোহিতদের হাতে সোনালী ট্রফি উঁচিয়ে ধরার অপেক্ষায় প্রহর গুনছিল ভক্ত-সমর্থকরা। প্রস্তুত ছিল মঞ্চও। 

ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম নীল জোয়ারে যেন ভাসছিল। তবে প্রায় লাখ খানেক দর্শককে স্তব্ধ করে দিয়ে ৬ উইকেটের দারুণ জয়ে রেকর্ড ষষ্ঠ শিরোপা জেতে প্যাট কামিন্সের দল। 

ফাইনালে স্বপ্নভঙ্গের কষ্ট ভুলতে পারছে না ভারতীয়রা। এক সমর্থক সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) লিখেছিলেন, ওয়ার্নার তাদের হৃদয় ভেঙে দিয়েছেন। জবাব দিতেও সময় নিলেন না ওয়ার্নার। লেখেন, ‘আমি ক্ষমা চাইছি। দুর্দান্ত একটা ম্যাচ খেললাম। খুব ভালো পরিবেশ ছিল। ভারত খুব ভালো একটা প্রতিযোগিতা আয়োজন করেছে। সকলকে ধন্যবাদ।’ 

ওয়ার্নারের এমন উত্তরের পর যদিও সেই সমর্থক নিজের পোস্ট মুছে ফেলেছেন। তবে বিনয়ী আচরণে ভারতীয় সমর্থকদের মন জিতে নিয়েছেন অজি এই তারকা ওপেনার।

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার আসরজুড়ে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন। ১১ ম্যাচে ৫৩৫ রান করেছেন তিনি। অবশ্য ফাইনালে ভারতের বিপক্ষে ৭ রানের বেশি করতে পারেননি। 

Most Popular

Recent Comments