Monday, May 6, 2024
Homeজামালপুরদেওয়ানগঞ্জে পাট চাষীদের মাঝে বিনামূল্যে সার ও পাট বীজ বিতরণ

দেওয়ানগঞ্জে পাট চাষীদের মাঝে বিনামূল্যে সার ও পাট বীজ বিতরণ

খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে ৩ হাজার পাট চাষীদের মাঝে বিনামূল্যে সার ও পাট বীজ বিতরণ উদ্বোধন করলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স। বৃহষ্পতিবার সকালে উপজেলা পাট বীজ অধিদপ্তর কার্যালয়ে এর উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পাট চাষীসহ অন্যান্য। দেওয়ানগঞ্জ উপজেলা উপ-সহকারী পাট কর্মকর্তা রিফাত ও অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর চয়ন কুমার রায় এ সাংবাদিককে জানান, উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ ১ম সংশোধিত প্রকল্পের আওতায় দেওয়ানগঞ্জ উপজেলায় ৩ হাজার পাট চাষীদের মাঝে বিনা মূল্যে রাসায়নিক সার ও ১ কেজি করে পাট বীজ বিনামূল্যে বিতরণ উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে তা বিতরণ করা হবে। এছাড়া ইতোপূর্বে ৭৫ জন পাট চাষীকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় উপজেলা পাট অধিদপ্তরের পক্ষ থেকে।

Most Popular

Recent Comments